সোহানুর রহমান(সোহান)
জীবন নামের পরিধি
নয় তো বেশি দিন
মৃতৃকার অন্ধকার ঘরে
চলে যাবো এক দিন,
নশ্বর এ পৃথিবীতে
থাকতে আসি নাই।
মোরা চির দিন
তবু মায়া ভরা এ পৃথিবীতে
রেখে যায় ভালোবাসার কিছু
ঋণ।
জীবনে প্রিয়জনের দেয়া কিছু
আঘাত!
থাক না চির অম্লিন
জীবনে ও কালের প্ররিক্রমায়
এ পৃথিবীর বুকে রবে যাবে
সবই সবলীল ;
চলে যাবো একদিন
নশ্বর এ পৃথিবীর
বুকে রইবো না
আমি চির দিন।

লেখক: শিক্ষার্থী সরকারী হাজী আসমত কলেজ ভৈরব।