সোহানুর রহমান(সোহান)
সুখের ঘরে নাইগো আমি
আধার ঘরের বাতি
রাত-দিন শুধু
দুঃখ আমার সাথী
দুঃখ দিয়ে স্বপ্ন বুনি
কষ্ট দিয়ে আঁকি
শত আশায় বাঁধা
আমার মনে সুখের
বাসা ভেঙ্গে যায়
আমি চেয়ে থাকি
আপন স্বার্থ শেষে
আমায় দিবে এ
ভেবে এখনো আমার অশ্রু ঝরে
দুই আঁখি
ভিতরে আমার বয়ে চলে
কষ্টেভরা নদী
কষ্টগুলো শুনার মত নাইগো
আমার কেউ
তাইতো অশ্রু আগুন মেখে
তবু মুখ না খুলে
দিবারাত্রি চুপচাপ
বসে রই।
