ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে কুলিয়ারচরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

0
65
ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে কুলিয়ারচরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

কুলিয়ারচর সংবাদদাতা \ কুলিয়ারচরে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় “২০২১-২২ অর্থ বছরের প্রণীত কর্মপরিকল্পনা কুলিয়ারচর উপজেলায় বাস্তবায়ন কৌশল নির্ধারণ” শীর্ষক উপজেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, কুলিয়ারচরের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সার্বিক সহায়তায় উপজেলা পরিষদের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কুলিয়ারচর উপজেলা কৃষি অফিসার আব্দুল­াহ আল মামুন-এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি স¤প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কিশোরগঞ্জের উপ-পরিদর্শক কৃষিবিদ মোঃ ছাইফুল আলম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী, উপজেলা প্যানেল চেয়ারম্যান সৈয়দ নূরে আলম।
কর্মশালায় স্বাগত বক্তব্যে প্রকল্পের সার্বিক দিকগুলো সকলের সামনে উপস্থাপন করেন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ জিয়াউর রহমান, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
উপ-পরিচালক ছাইফুল আলম বলেন, টেকসই অভীষ্ট লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্যে ২০৩০ সালের মধ্যে ফসলের উৎপাদন দ্বিগুণ করতে হবে সুতরাং লক্ষ্য অর্জনে ফসলের নিবিড়তা বৃদ্ধির বিকল্প নেই। উক্ত কর্মশালায় কৃষক-কৃষাণীসহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন ।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন