ভৈরবে ছিনতাইকারির কবলে পড়ে পা হারালেন আল-মামুন

0
121
ভৈরবে ছিনতাইকারির কবলে পড়ে পা হারালেন আল-মামুন

গৃহকোণ রিপোর্ট \ ভৈরবে পৌর কবরস্থান জিয়ারত করতে গিয়ে ভৈরব পৌর এলাকার সাদত আলী মিয়ার বাড়ীর গোলাম মওলা কাদরীর ছোট ছেলে আল-মামুন (২৪) ছিনতাইকারির কবলে পড়ে। এ সময় আল-মামুনের ব্যবহৃত মোবাইলটি ছিনতাইকরীরা ছিনিয়ে নিয়ে রেল লাইন দিকে ছুটতে থাকে, ছিনতাইকারিদের পিছনে ধাওয়া করতে থাকে আল মামুন, পরে ছিনতাইকারিরা কৌশলে মামুনকে চলন্ত ট্রেনে নিচে ফেলে দেওয়ার জন্য ধাক্কা মারে আল-মামুনকে চিরতরে প্রাণে মেরে ফেলার জন্য। ভাগ্যক্রমে সে প্রাণে বেঁচে গেলেও তার বাম পা ‘টি ট্রেনের চাকার নিচে পরে যাওয়ার ফলে মামুন তার চিরদিনের মতো “বাম পা” টি হারায়। আল-মামুনকে উন্নত চিকিৎসা জন্য ঢাকা “শ্স্পেশালিষ্ট হাসপিটালে” নিয়ে যাওয়া হয় বলে জানান তার পরিবার। এ বিষয়ে, আল-মামুনের পিতা গোলাম মওলা কাদেরী জানান, ছিনতাইকরীদের কারণে আজ আমার ছেলেটা চির দিনের মতো তার পা ‘টি হারিয়েছে। আমার ছেলে কিছুটা সুস্থ হলে আমি এ বিষয়ে শীঘ্রই আইনগত ব্যবস্থা নিবো বলে জানান। এছাড়াও আল-মামুনের ফুফাতো ভাই দৈনিক গৃহকোণ পত্রিকার “নির্বাহী সম্পাদক” আব্দুল­াহ আল মামুন (ঝুমন) বলেন, আজ আমার মামাতো ভাই ছিনতাইকরিদের কারণে তার পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করতে হলো। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন