কিশোরগঞ্জ সংবাদদাতা \ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়। পরে গুরুদয়াল সরকারী কলেজ মাঠে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিফলকে বিভিন্ন স্তরের মানুষ পুষ্পার্ঘ অর্পন করেন। সকাল ৮টায় সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে শিশু-কিশোরদের মনোজ্ঞ কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়। পরে উক্ত স্টেডিয়াম থেকে এক বিজয় র্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। শিল্পকলা একাডেমী মিলনায়তনে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তি সর্বোত্তম” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বক্তব্য রাখেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, সিভিল সার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি) গোলাম মোস্তফা, কিশোরগঞ্জ পৌর মেয়র মোঃ পারভেজ মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ আলী সিদ্দিকী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ। বিকেলে মহিলা সমাবেশ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আলোকসজ্জা ও শিল্পকলা একাডেমীতে দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়।